প্রকাশিত: Sat, Jan 21, 2023 3:50 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:28 AM

র‌্যাবের ডিজি ও ডিএমপির কমিশনারকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হতে পারে

আজাহার আলী সরকার: র‌্যাবের ডিজি খুরশীদ হোসেন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার গোলাম ফারুককে গ্রেড -১ পদে পদোন্নতি দেয়া হচ্ছে। সূত্রমতে, এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রস্তুত; প্রধানমন্ত্রী সম্মতি দিলে আদেশ জারি হবে। 

পুলিশের অতিরিক্ত আইজি পদমর্যাদার কর্মকর্তা এম খুরশীদ হোসেন গত বছরের ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে ১২তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালের ২০ জানুয়ারি তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

অতিরিক্ত আইজি পদমর্যাদার কর্মকর্তা খন্দকার গোলাম ফারুক গত বছরের ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিএমপির  ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে ১৯৬৪ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন এই পুলিশ কর্মকর্তা। তিনিও বিসিএস দ্বাদশ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব